মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৭৭ জন চেয়ারম্যান-মেম্বার প্রতিদ্বন্ধিতা করছেন। আজ বৃহস্পতিবার (১৯ মে) যাচাই বাছাই শেষে ২৭৮ জনের মধ্যে একজন সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম এ তথ্য জানিয়েছেন। গত মঙ্গলবার (১৭ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে ২৭৮ জন প্রার্থী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছিলেন। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান ২৫ জন, সংরক্ষিত নারী আসনে ৬০ জন এবং সাধারন আসন পুরুষ মেম্বার পদে ১৯৩ জন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত জানান, ছয় ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীগন নির্বাচন কমিশনের আইন মেনে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আজ বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে ছয় ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থীদের চয় জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ফতেপুর ইউনিয়নে আব্দুর রউফ, ভাওড়া ইউনিয়নে আমজাদ হোসেন, বহুরিয়া ইউনিয়নে আবু সাইদ মিয়া, লতিফপুর ইউনিয়নে জাকির হোসেন, আজাগানা ইউনিয়নে আব্দুল কাদের সিকদার এবং তরফপুর ইউনিয়নে নাজিম মোল্লা মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপর দিকে এই নির্বাচনে বিএনপি ও আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতা দলীয় প্রতিকে নির্বাচনে সরাসরি অংশ গ্রহন না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ফতেপুর ইউনিয়নে হুমায়ুন তালুকদার, আফসার উদ্দিন, ভাওড়া ইউনিয়নে সাহিদুর রহমান খান সাইদ, মাসুদ রানা, বহুরিয়া ইউনিয়নে আব্দুস সালাম মিয়া, রেজাউল করিম বাবুল, লতিফপুর ইউনিয়নে আলী হোসেন রনি, মোশারফ হোসেন, আজগানা ইউনিয়নে মো. রফিকুল ইসলাম সিকদার, মো. আবুল হোসেন ভেন্ডার ও জাকির হোসেন এবং তরফপুর ইউনিয়নে সাইদ আনোয়ার, মো. শরিফুল ইসলাম শরিফ ও আজিজ রেজা। চেয়ারম্যান পদে ২৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ৫৯ জন এবং সাধারন আসন পুরুষ মেম্বার পদে ১৯৩জন মনোনয়নপত্র দাখিল করেছে বলে নির্বাচন অফিস জানিয়েছেন।।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শরিফা বেগম বলেন, আসছে ১৫ জুন মির্জাপুর উপজেলার ফতেপুর, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, আজগানা ও তরফপুর এই ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীগন উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন, জেলা প্রশাসক ও টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় নির্বাচন গ্রহনযোগ্য, সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

Discussion about this post