মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: আশ্রয়নের অধিকার প্রধান মন্ত্রীর অঙ্গিকার এই শ্লোগান নিয়ে আশ্রয়ন প্রকল্পের টাঙ্গাইলের মির্জাপুরে জমিসহ পাকা ঘর পাচ্ছেন ভুমিহীন ১২২ পরিবার।
আজ (২২ মার্চ) মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১২ পরিবারের মাঝে এ ঘর জমিগুলোর দলিল তুলে দিয়েছেন। এর আগে প্রথম ও দ্ধিতীয় ধাপে জমিসহ পাকা ঘর পেয়েছেন ৩৩৭ পরিবার। সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুলসহ গন্যমান্য বিৈক্তসহ উপকারভোগিগন উপস্থিত ছিলেন।
আজ বুধবার (২২ মার্চ) মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, মুজিব বর্ষের উপহার হিসেবে প্রধান মন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে আশ্রয়ন প্রকল্প- তৃতীয় ধাপে ৪৮ জন ও চতুর্থ ধাপে ৬৪ জনসহ ১১২ অসহায় দরিদ্র পরিবারকে মাথা গোজার মত জমিসহ পাকা ঘর দেওয়া হয়েছে। এর আগে যাদের জমি ও ঘর নেই গৃহ নির্মান কার্যক্রম সহায়ক হিসেবে মির্জাপুর উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের ৩৩৭ জন অসহায় ভুমিহীন পরিবারকে বিনামুল্যে দুই শতক জমি, একটি করে পাকা ঘর নির্মান করে দেওয়া হয়েছে।
উপজেলার মহেড়া, জামুর্কি, বানাইল, আনাইতারা, ভাতগ্রাম, বহুরিয়া, ভাওড়া, লতিফপুর, আজগানা, বাঁশতৈল, ওয়ার্শি ও ফতেপুর ইউনিয়নের প্রায় ১২ একর সরকারী খাস জমিতে আশ্রয়ন কেন্দ্রে ১১২ পরিবারসহ ৪৫০ জন গৃহহীন পরিবারকে জমি ও পাকা বাড়ি দেওয়া হয়েছে। গৃহহীন এসব অসহায় পরিবারগুলো আশ্রয়ন কেন্দ্রে খুব ভাল ভাবেই আছেন।
আশ্রয় কেন্দ্রের উপকারভোগিদের সঙ্গে কথা হলে তারা বলেন, একটি ঘরের অভাবে রোদ-বৃষ্টি ও ঝড়-তুফানের মধ্যে অনেক কষ্ট করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলাম। আমাদের অসহায় পরিবারের খোঁজ খবর কেউ রাখেননি। প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন। জমি, পাকা ঘর তৈরি করে দিয়েছেন। জমিতে সবজি রোপন করেছি। আমাদের সন্তানেরা পড়ালেখা করছে। সারা জীবন আমরা তাদের কাছে ঋণী। এখন আর আমাদের কষ্ট করতে হবে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, স্থানীয় এমপি মহোদয়ের সঠিক দিক নির্দেশনা ও পরামর্শে ভুমিহীনদের তালিকা প্রনয়ন করে আশ্রয়ন কেন্দ্রে তাদের জমিসহ পাকাঘর নির্মান করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও গৃহহীন পরিবারের তালিকা সংগ্রহ করে তাদের বিনামুল্যে জমিসহ পাকা ঘর উপহার দেওয়া হবে।
এ ব্যাপারে ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশনায় মির্জাপুর উপজেলায় এ পর্যন্ত ৪৫০ জন ভুমিহীন অসহায় পরিবার জমি ও পাকা ঘর পেছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//