মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ।।আশ্রয়ন প্রকল্প-এর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় টাঙ্গাইলের মির্জাপুরে জমিসহ পাকা ঘর পেলেন ভুমিহীন ৩০ পরিবার।
এর আগে জমিসহ পাকা পেয়েছেন ৩৩৭ পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্ধোধন করবেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন সকালে স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ,উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমান, এসিল্যান্ড আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গনমাধ্যমকর্মী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২১ জুলাই-২০২২//