Print Date & Time : 24 April 2025 Thursday 12:38 am

মির্জাপুরে জাতির জনকের জন্মদিনে দরিদ্রদের ঢেউটিন বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে দরিদ্রদের মাঝে বিনামুল্যে ২০০শ বান্ডিল ঢেউটিন বিতরন করা হয়েছে।

ঢেউটিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ উপলক্ষে উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আরিফ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুর ইসলাম মনির এবং মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//