মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ।।টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৫ আগষ্ট) উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন এবং উপজেলা প্রশাসন দিন ব্যাপি আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাংকনও রচনা প্রতিযোগিতা, গণভোজ ও পুরষ্কার বিতরনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খান আহমেদ শুভ এমপি।
উপজেলা আওয়ামীলীগ সকাল নয়টায় উপজেলা সদরের কলেজ রোডের দলীয় কার্যালয়ে কোরআনখানি, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি।
এ সময়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত ও সাবেক ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান তালুকদার রাজিব প্রমুখ।
এদিকে সকাল সাড়ে দশটায় উজেলা প্রশাসন মুক্তির মঞ্চে পুষ্কস্তবক অর্পন অনুষ্ঠান এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মির্জাপুর পৌরসভা, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন।
বেলা এগারটায় উপজেলা পরিষদ পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আর//দৈনিক দেশতথ্য//১৫ আগষ্ট-২০২২

Discussion about this post