Print Date & Time : 28 July 2025 Monday 2:54 am

মির্জাপুরে জাতীয় পাবলিক সাভির্স দিবস পালিত


মীর আনোয়ার হোসেন টুটুল
র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ রবিবার (২৩ জুলাই) টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্তরে র‌্যালি এবং পরে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় সহকারী কমিশনার (ভুমি) সুচী রানী সাহা, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রনহমান, কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মো. বাহার উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।