মীর আনোয়ার হোসেন টুটুল
১৭ মার্চ জাতির জনকের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ মসয় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, পৌরসভার মেয়র সালমা আক্তা শিমুল, উপজেললা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও শামীমা আক্তার শিফা এবং মির্জাপুর থানার ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

Discussion about this post