Print Date & Time : 21 July 2025 Monday 7:27 am

মির্জাপুরে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব পরিবেশে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ জুলাই) উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তন, বাইমহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এবং মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় এই চারটি ভ্যেনুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের এটি অনুষ্ঠিত হয়।

ইভেন্টের মধ্যে ছিল কবিতা আবৃত্তি, নৃত্য, গান, কেরাত, অভিনয়, চিত্রাংকন, ১০০ মিটার দৌড়, উচ্চ লম্ফ এবং দীর্ঘ লম্ফ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন জানান, প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক এবং মাদ্রাসার শিশু এবং ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে উৎসব মুখর পরিবেশে অংশ গ্রহণ করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড সুচী রানী সাহা, কৃষি অফিসার সঞ্চয় কুমার পাল, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য// এইচ//