Print Date & Time : 8 May 2025 Thursday 4:02 pm

মির্জাপুরে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীত কালিন খেলাধুলার উদ্ধোধন


মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীত কালিন খেলাধুলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে (১৮ জানুয়ারি) মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাধূলার অংশ হিসেবে প্রথম দিনে ক্রীকেট ম্যাচের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। খেলাধূলার মধ্যে রয়েছে, ক্রীকেট, ভলিবল, ব্যাটমিন্টন, ক্যারম, সাইকিং এবং আ্যাথলেটিকস প্রমুখ। আজ মঙ্গলবার উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম, সহকারী কমিশনার (ভুমি) মীর্জা মো. জুবায়ের হোসেন, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার আক্তার, সাবেক মেয়র এড. মোশারফ হোসেন মনি, (ওসি) তদন্ত মো. গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধুরী, মির্জাপুর এস কে পাইরট সরাকরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুর ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও খেলোয়ারগন।