Print Date & Time : 2 July 2025 Wednesday 7:10 am

মির্জাপুরে জামাত-শিবিরের পাঁচ নেতা গ্রেফতার

পুলিশ জানিয়েছে নাশকতার অভিযোগে গোপন আস্তানা থেকে জিহাদী বই ও চাঁদা আদায়ের রেজিষ্টারসহ জামাত-শিবিরের পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের সৈয়দপুর এলাকার মইননগর গ্রামের মো. আরিফ হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় বলে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খান জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন, বাড়ির মালিক ও ১০ নং গোড়াই ইউনিয়নের জামাতের এক নং ওয়ার্ড শাখার সভাপতি মো. আরিফ হোসেন (৪০), মো. মনিরুজ্জামান মনির (৪৫), আজগানা ইউনিয়নের জামায়াতের সাধারন সম্পাদক মো. রুহুল আমিন খান (৪২), বগুড়া জেলার ধুনট উপজেলার মো. নুরুজ্জামান মিয়া (৩৯), এবং জয়পুরহাট জেলার মো. মমিনুল ইসলাম (৩৪)।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশের উপপরিদর্শক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আইয়ুব হোসেন খান জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন, ৪০-৫০ জনের জামাত-শিবিরের নেতা গোড়াই শিল্পাঞ্চলের সৈয়দপুর মইননগর এলাকায় মো. আরিফ হোসেনের বাড়িতে গোপন আস্তায় নাশকতার পরিকল্পনা করছেন। ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের নির্দেশনায় থানা পুলিশের সহযোগিতায় উক্ত বাড়িতে অভিযান চালিয়ে জামাত-শিবিরের পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়। পুলিমেল উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ৪০ টি জিহাদী বই, চাঁদা আদায়ের রেজিষ্টার খাতা উদ্ধার করা হয়। পলাতকদের গ্রেফারে মাঠে নেমেছে পুলিম।

এ ব্যাপারি মির্জাপুর উপপরিদর্শক ও মামলার বাদূ মো. বাশার মোল্লা বলেন, গ্রেফতারকৃতদের নামে আজ শনিবার ৯২৪ সেপ্টেম্বর) নিয়মিত মামলা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৪,২০২২//