Print Date & Time : 31 July 2025 Thursday 5:34 am

মির্জাপুরে জামায়াতে ইসলামীর র‌্যালি-সমাবেশ

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

সিরাতুন নবী (সাঃ) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যালি ও সমাবেশ করেছে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

র‌্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর বাইপাস এলাকায় বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে মহাসড়কের পাশে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নেতা অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার ও মো. ইয়াহ ইয়াহ প্রমুখ।