Print Date & Time : 12 May 2025 Monday 5:16 pm

মির্জাপুরে জেলা পরষিদ নির্বাচনের ফলাফল

টাঙ্গাইলের মির্জাপুরে জেলা পরিষদ নির্বাচনে সাধারন সদস্য পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. তাহেরুল ইসলাম তাহের (বৈদ্যুতিক পাখা)। অপর দিকে মির্জাপুর, বাসাইল ও সখীপুর উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় ১০-এ ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খালেদা সিদ্দিকা স্বপ্না (দোয়াত কলম)। আজ সোমবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটায় মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহন শেষে প্রিজাইডিং অফিসার এ ফলাফল ঘোষনা করেন। ১৯৮ জন ভোটারের মধ্যে ভোট পরেছিল শতভাগ।

কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে প্রথম বারেরর মত সিসি ক্যামেরার আওতায় উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদের সদস্য পদে ভোট গ্রহন হয়েছে। মির্জাপুর ১০ নির্বাচনী এলাকায় আট জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছিলেন। এর মধ্যে পাঁচজন পুরুষ এবং তিন জন মহিলা। মোট ভোটার সংখ্যা ছিল ১৯৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫৫ জন এবং মহিলা ভোটার ৪৪ জন। ভোট পরেছে শতভাগ । প্রার্থীরা ছিলেন মো. সিরাজ মিয়া (অটো রিকসা), মো. তাহেরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), এডভোকেট মোস্তফা চৌধুরী (টিউবওয়েল), মানিক স্যানাল (হাতি) মো. আরিফুল ইসলাম খান (তালা), খালেদা সিদ্দিকা স্বপ্না  (দোয়াত কলম), রওশনারা রিতা ((ফুটবল) এবং রুমা খান (হরিণ)। নির্বাচন শেষে পলাফলে বিজয়ী হয়েছেন মো. তাহেরুল ইসলাম তাহের (বৈদ্যুতিক পাখা) ও খালেদা সিদ্দিকা স্বপ্না  (দোয়াত কলম)।

ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মি. সঞ্জয় কুমার পাল বলেন, সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহন হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষনার পর কোন প্রার্থী অনিয়মের অভিযোগ করেনি। সম্পুর্ন নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে ভোট গ্রহন হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন প্রভাব মুক্ত রাখতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। নিরপেক্ষ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। ফলাফল ঘোষনা হওয়ার পর এলাকায় শান্তিপুর্ন পরিবেশ বিরাজ করছে।

এদিকে মির্জাপুরে নির্বাচিত জেলা পরিষদের দুই সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার ও মীর্জা শামীমা আক্তার শিফা এবং বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির প্রমুখ।

এবি//দৈনিকদেশতথ্য//অক্টোবর ১৭,২০২২//