মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : রমজান উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে টিসিবির পণ্য পাচ্ছেন ১৫ হাজার ১১৪ জন নিম্ন আয়ের পরিবার। আজ রবিবার বেলা সারে এগাটায় মির্জাপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে টিসিবির পণ্য বিতরণের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। এ সময় মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, মির্জাপুর থানসার অপিসার ইনচার্জ মো. আলম চাঁদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেরা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুন অর রমিদ, সাধারন সম্পাদক মো. আলম মিয়াসহ পৌর সভার কাউন্সিলর এবং কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফজ্জামান বলেন, পবিত্র রমজান উপলক্ষে প্রধামন্ত্রীর নির্দেশনায় মির্জাপুর পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নে ১১ জন ডিলার নিয়োগের মাধ্যমে ১৫ হাজার ৪১৪ জন নিম্ন আয়ের পরিবারকে ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ২ কেজি তেল ও ২ কেজি চিনি দেওয়া হচ্ছে। চারটি প্যাকেজের সরকারী ভাবে দাম নেওয়া হচ্ছে ৫৩০ টাকা।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post