Print Date & Time : 11 May 2025 Sunday 12:22 pm

মির্জাপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: মির্জাপুরে বেড়াতে গিয়ে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। আজ সোমবার (২৩ মে) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার মির্জাপুর বাইপাস আন্ডার পাসের উপর এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের আমির হোসেনের ছেলে কলেজ ছাত্র ইয়াসিন হোসেন কানন (২০) এবং পৌরসভার বাওয়ার কুমারজানি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে শহিদুল ইসলাম (১৯)। দুই বন্ধুর নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কলেজ ছাত্র দুই বন্ধুর নিহতের ঘটনায় দুই পরিবারের নেমে এসেছে অন্ধকার। পুত্রদের হারিয়ে তাদের বাবা-মা বার বার মুর্ছা যাচ্ছেন। বিকেলে তাদের লাশ নিজ নিজ বাড়িতে দাফন কার হয়েছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লা জানান, মোটর সাইকেল নিয়ে দুই বন্ধু বেড়ানোর জন্য টাঙ্গাইলের উদ্দেশ্যে রওয়ানা হলে মোটর সাইকেলটি মির্জাপুর বাইপাস আন্ডার পাসের উপর উঠলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দিলে মোর সাইকেল দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ইয়াসিন হোসেন কানন মারা যায়। গুরুতর অবস্থায় শহিদুল ইসলামকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বলেন, পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক ও হেলপার পলাতক। তাদরে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় দ্ইু কলেজ ছাত্রের নিহতের ঘটনায় ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু এবং উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান ঘাতক তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এল//