Print Date & Time : 5 August 2025 Tuesday 9:26 pm

মির্জাপুরে ট্রাক চালক খুন: ৬ ডাকাত গ্রেফতার

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
মির্জাপুরে ট্রাক চালক নাজমুল ওরফে আজিমুল (৩৫) খুনের সঙ্গে জড়িত মুল পরিকল্পনাকারীসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত দুই ডাকাত আদালতে স্বীকারোক্তি দিয়েছে। চার ডাকাতকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালতের বিচারক।

মির্জাপুর থানায় সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম ট্রাক চালক খুনের সঙ্গে জড়িত ৬ ডাকাতকে গ্রেফতারের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত রবি ও সোমবার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও খুনের সঙ্গে সরাসরি জড়িত ডাকাত দলের সদস্য ৬ খুনিকে গ্রেফতার করেছেন।

উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র গ্রেফতারকৃত ডাকাতরা পেশাদার খুনি ও আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে।

তাদের নামে থানায় খুন, ডাকাতি, ছিনতাই, মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।

মির্জাপুর উপজেলার বাইমহাটি, ত্রিমোহন, দেওহাটা, কুমারজানি ও পুষ্টকামুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পেশাদার খুনি ও ডাকাত দলের সক্রীয় সদস্য নাদিম ও সাদ্দাম ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।
খুনিরা হচ্ছে বাইমহাটি গ্রামের সাইদ কুলের ছেলে নাদিম (৩১), ত্রিমোহন বান্দরমারা গ্রামের পাষান মিয়ার ছেলেন সাদ্দাম (৩৪), বাইমহাটি গ্রামের বাদশা মিয়ার ছেলে ফজল (৩৯), সিংজুরি গ্রামের বোরহান মিয়ার ছেলে সোহেল (৩২), দেওহাটা গ্রামের সামাদ আলীর ছেলে ইয়াসিন (২৩) এবং বাগজান গ্রামের নুরুল হকের ছেলে লাভলু (৩১)। প্রথম দুইজন নাদিম ও সাদ্দাম স্বীকারোক্তি দেওয়ায় বিচারক তাদের জেল হাজতে পাঠিয়েছেন। ফজল, সোহেল, ইয়াসিন ও লাভলূকে তিন দিনের রিমান্ড দিয়েছেন। মির্জাপুর থানা পুলিশ তাদের ব্যাপক জিঞ্জাসাবাদ করছেন।

সংবাদ সম্মেলনে মির্জাপুর থানার উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লা, অমল কুমার দাস, সোহেল মিয়া এবং সেকেন্ড অফিসার মো. আব্দুল করিম মিয়া উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) পুলিশ সুত্রে জানা গেছে, গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পৌরসভার বাওয়ার কুমারজানী মা সিএনজি স্টেশনের পূর্বপাশে ডাকাতির সময় ট্রাক চালক নাজমুল ওরফে আজিমুলকে নির্মম ভাবে খুন করে ডাকাত দলের সদস্যরা।

এ ঘটনায় মির্জাপুর থানায় একটি হত্যা মামলা হয়। ডাকাত দলের হাতে খুনের শিকার ট্রাক চালক নাজমুল ওরফে আজিমুলের বাড়ি কুড়িগ্রাম জেলায় ফুলবাড়ি উপজেলার গোহাইনঘাট গ্রামে। তার পিতার নাম খলিলুর রহমান।

গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ভুট্টা বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-১১ ৯৩৪৮) নিয়ে বগুড়া যাচ্ছিল। ঐ দিন রাত সোয়া ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ারকুমারজানি নামক স্থানে পৌঁছালে ডাকাতির উদ্দেশ্যে কৌশলে একটি বস্তা ও মোবাইল ফোন ডাকাতরা রাস্তায় ফেলে রাখে। ট্রাকের হেলপার আবু তালেব রাস্তায় নেমে আসলে ডাকাতরা তার ওপর হামলা করে ও পিটিয়ে রক্তাক্ত করে মোবাইল ফোন, টাকা ও মালামাল লুটে নেয়। পরে ডাকাতরা ট্রাকে উঠে চালকের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় হেলপার দূরে দাঁড়িয়ে চিৎকার করলে ডাকাত দলের সদস্যরা দেশীয় ধারালো অস্্র দিয়ে ট্রাক চালককে এলোপাতাড়ি কুপিয়ে মালামাল নিয়ে চলে যায়। টহল পুলিশ এসে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান।
এদিকে এ ঘটনায় মির্জাপুর থানায় একটি হত্যা মামলার পর সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম আবু মনসুর মুসা (মির্জাপুর-নাগরপুর সার্কেল), মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, সেকেন্ড অফিসার মো. আব্দুল করিম, পুলিশ অফিসার ও উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লা এবং অটল কুমার দাসসহ পুলিশ বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাত ও খুনিদের ধরতে সাড়াশি অভিযানে নামেন। সাড়াশি অভিযানে মহাসড়কে ডাকাতি ও খুনের সঙ্গে জড়িত নাদিম, সাদ্দাম, ইয়াসিন, ফজলু ও লাবুকে গ্রেফতার করে। এদের মধ্যে নাদিম ও সাদ্দামকে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি দিলে বিচারক তাদের কারাগারে পাঠান। অপর চার আসামী ফজল, সোহেল, ইয়াসিন ও লাভলূকে তিন দিনের রিমান্ড দিয়েছেন। মির্জাপুর থানা পুলিশ তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদে ট্রাক চালক খুনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বরে মামালার তদন্তকারী কর্মকর্তা অটল কুমার দাস জানিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, মহাসড়কে ডাকাতি এবং ট্রাক চালককে খুনের ঘটনায় অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা হয়।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম আবু মনসুর মুসা (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এর দিক নির্দেশনা ও পরামর্শে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাড়াশি অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যে খুনের মুল পরিকল্পনাকারী ও ৬ ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। নাদিম ও সাদ্দাম স্বীকারোক্তি দেওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েয়ে। অপর চার আসামী ফজল, সোহেল, ইয়াসিন ও লাভলুকে জিজ্ঞাসাবেদর জন্য তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালতের বিচারক। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপুর্ন তথ্য পাওয়া গেছে।

দৈনিক দেশতথ্য//এইচ//