টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশ ও নানা আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও নানা পেশার লোকজনের সমাগমে মেলা প্রাঙ্গন ছিল অন্য রকম পরিবেশ। মেলা প্রাঙ্গনকে সাজানো হয়েছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসসহ ভিন্ন সাজে। এ উপলক্ষে র্যালি, আলোচনা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বুধবার (৯ নভেম্বর) মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিআইসিসির পরিচালক ও টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজের সভাপতি এবং ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
সকালে উপজেলা পরিষদ চত্তরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে বেলুন উড়িয়ে মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি। এরপর এমপিসহ অতিথিবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দুপুরে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিকসহ গনমাধ্যমকর্মীগন।
বা//দৈনিক দেশতথ্য// ১০ নভেম্বর ২০২২//

Discussion about this post