টাঙ্গাইলের মির্জাপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ( ১৮ অক্টোবর) শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ এবং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
সকাল নয়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্কস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে একটি র্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোড প্রদক্ষিণ শেষে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের উদ্বোধনকরা হয়। ল্যাব উদ্ধোধনের পর বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান মন্ত্রীর ভিডিও করফারেন্সের স্থির চিত্র শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুর ইসলাম বুলবুল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. হযরত আলী মিঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক হরেক্ষ্ণৃ সরকার প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৯,২০২২//