টাঙ্গাইলের মির্জাপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডিজিটাল ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২২ মে) ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.হফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরিফ মাহমুদ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শামীমা আক্তার শিফা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সশিল সমাজের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২২,২০২২//

Discussion about this post