মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার অংশে বাওয়ার কুমারজানি এলাকা থেকে মাটিবাহী একটি ড্রাম ট্রাক ছিনতাই হয়েছে। ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ চালক বাবুল সরকার (৪০)কে গ্রেফতার করা হলেও ঘটনার সঙ্গে জড়িত মুল ছিনতাইকারীদের গ্রেফতার করতে পারেনি। উদ্ধার হয়নি ছিনতাই হওয়া ড্রাম ট্রাক।
আজ বুধবার (১৬ মার্চ) মির্জাপুর উপজেলার ত্রিমোহন ফিরিঙ্গিপাড়া গ্রামের এছাক আলীর আলীর পুত্র ড্রাম ট্রাকের মালিক মো. ছানোয়ার জানান, ড্রাম ট্রাক নং-(সিলেট-ট-১১-০৬৯০) দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাটি লোড আনলোড কাজে ব্যবহৃত করেন।
গত ৮ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক সারে তিনটার দিকে দেওহাটা থেকে ড্রাম ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার বাওয়ারজানি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলে সামনে থেকে আসা একটি মাইক্রোবাস হাইয়েজ নং (ঢাকা মেট্রো-চ-৫১-৫৫৭৩) ড্রাম ট্রাকের সামনে গতিরোধ করে ৬-৭ জন ছিনতাইকারী ট্রাকের চালককে জিম্মি করে ট্রাক ছিনতাই করে টাঙ্গাইলের দিকে চম্পট দেয়।
ট্রাকের চালক ইকবাল হোসেন বিষয়টি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। কালিহাতি থানা পুলিশ খবর পেয়ে মাইক্রোবাস আটক করে চালক বাবুল সরকারকে গ্রেফতার করে। ছিনতাইকারীরা ড্রাম ট্রাক নিয়ে পালিয়ে যায়।
এদিকে গ্রেফতারকৃত মাইক্রোবাসের চালক বাবুল সরকারের দেওয়া তধ্য মতে মুল ছিনতাইকারী হিরাজ আলী, শাহিন, হাফিজুর, কান্তু, শামসুসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের নাম উল্লেখ করে ড্রাম ট্রাকের মালিক ছানোয়ার হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেছেন। মামলার ৮ দিনেও পুলিশ মুল ছিনতাইকারীদের গ্রেফতার করতে পারেনি। উদ্ধার হয়নি ছিনতাই হওয়া ড্রাম ট্রাক।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হেল তিনি বলেন, ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ চালক গ্রেফতার হয়েছে। মুল আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছেন। ড্রাম ট্রাকটি এখন পর্যন্ত উদ্ধার হয়নি।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৬, ২০২২//