মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে তথ্য বিষয়ক আইন ২০০৯ বিষয়ক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা উপজেরা পরিষদ মিলনায়তনে আজ মঙ্গলবার (১৭ মে) অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের সাবেক কমিশনার নেপাল চন্দ্র সরকার।উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং মাদ্রাসার সুপার ও মসজিদের ঈমামগন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন তথ্য কমিশনের সাবেক কমিশনার নেপাল চন্দ্র সরকার।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post