মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে তরিকত ফেডারেশনের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী নানা আয়োজনে পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ভিপি আলহাজ¦ মীর শরীফ মাহমুদ।
মির্জাপুর উপজেলা তরিকত ফেডারেশনের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি আলহাজ¦ মীর শরীফ মাহমুদ, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব, যুগ্ম সম্পাদক মো. আবু রায়হান সিদ্দিকী, দপ্তর সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন তালুকদার, সাধারন সম্পাদক ও সাবেক ভিপি মো. আবু সাইদ মিয়া এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার নাইম হোসেন প্রমুখ।

Discussion about this post