টাঙ্গাইলের মির্জাপুরে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের লক্ষে ও সেনেটারী পরিদর্শকের ভূমিকা শীর্ষক বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ কমিটি (নাটাবের) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নাটাব জেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে সোমবার (৪ জুলাই)দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, উপজেলা সেনেটারী পরিদর্শক ইসরাত জাহান ও নাটাব টাঙ্গাইল জেলার প্রোগ্রাম অফিসার শহিদুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় মির্জাপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক (ভারপ্রাপ্ত) উজ্জল হোসেন, আত্মকল্যান সংস্থার নির্বাহী পরিচালক অমলেশ চন্দ্র সরকার, লাউহাটি আরফান খান মেমোরিয়াল কডিগ্রি কলেজের প্রভাষক নিহার রঞ্জন সরকার ও নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র, ইউনিয়ন পরিষদ, প্রিন্ট ও ইলেকট্রনিক্্রস মিডিয়া এবং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সমন্ময়ে প্রচারনাসহ একাধিক মতবিনিময় সভা গ্রহনের জন্য সিদ্ধান্ত গ্রহন হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//৪ জুলাই-২০২২//