মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
আজ রবিবার (৫ জুন) টাঙ্গাইলের মির্জাপুরে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে উপজেলা ট্রাক্্রফোর্স কমিটির সদস্য ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান।
প্রশিক্ষক হিসেবে বিস্তারিত তুলে ধরেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় ট্রাক্্রফোর্সের সদস্য ও কর্মকর্তা ছাড়াও স্থানীয় সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Discussion about this post