মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবন ও বিক্রির অপরাধে তিন মাদক কারকবারির এক বছর করে কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম বুলবুল। আজ সোমবার (৩০ মে) উপজেলার দেওহাটা এলাকায় পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাদের আটকের পর এ দন্ড প্রদান করা হয়। মির্জাপুর উথানার দেওহাটা ফাড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খান এবং এসআই মো. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্তরা মাদক কারবারিরা হচ্ছে রশিদ দেওহাটা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাদক কারবারি শরিফুল ইসলাম (২৮), একই গ্রামের গনি মিয়ার ছেলে মাদক কারবারি বদর উদ্দিন (৪৫) এবং দেওহাটা গ্রামের গৌর বণিকের ছেলে মাদক কারবারি ভোলা নাথ বণিক (৫০)।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আমি,নুল ইসলাম বুলবুল জানান, দন্ডপ্রাপ্তরা দীর্ঘ দিন ধরে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের সঙ্গে জড়িত। তারা নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের নানা ভাবে হয়রানী করে আসছে। পরিবারের সদস্যদের অভিযোগ এবং মির্জাপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় আজ সোমবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক কারবারিদের হাতে নাথে আটকের পর প্রত্যেককে এক বছর করে কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আরও তিন মাদক কারবারিকে আটকের পর দন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালে মাসুদ করিম বলেন, মাদকের সঙ্ েযারা জড়িত কোন অবস্তায় কাউকে ছাড় দেওয় াহবে হবে ন্ াঅভিযান শুরু হয়েছে। দন্ড প্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Discussion about this post