নিজস্ব প্রতিবেদক
মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের অপরাধে তিন মাদক সেবীকে ৬ মাস করে কারাদন্ডসহ ১০০শ টাকা করে জরিমারা করা হয়েছে। এ সময় তাদরে নিকট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিরোধী অভিযানে মোবাইল কোর্টের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন তিন মাদক সেবীকে ৬ মাস করে দন্ড ও জমিরানা করেন। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলার উপ পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলার উপ পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদ পেয়ে মির্জাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। আটককৃতদের নিকট থেকে ২০ পিচ ইয়াবা জব্দ করে প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদ- এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা হচ্ছে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ফজলু মিয়ার ছেলে মোঃ রাজিব (৩৮), আটিয়া মাহমুদপুর এলাকার ফজলু মিয়ার ছেলে মোঃ রায়হান (৩৬) এবং পোষ্টকামুরী পূূূূর্ব পাড়া এলাকার মোঃ হাফিজুুর রহমানের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩২)।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর্জা জুবায়ের হোসেন বলেন, মাদক ও জুয়াসহ অবৈধ কারবারীদের কোন অবস্থায় ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রশাসনের পক্ষ থেকে তাদের এ অভিযান আরও কঠোর ভাবে প্রয়োগ করা হবে।

Print Date & Time : 8 July 2025 Tuesday 7:41 pm