Print Date & Time : 11 May 2025 Sunday 4:05 am

মির্জাপুরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস


তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সরিষা-বোরো এবং আমনের প্যার্টানের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার (১১ জুন) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের রানাশাল ব্লকের আওতায় ধেরুয়া গ্রামে মাঠ দিবসে স্থানীয় কৃষকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন কার হয়। মির্জাপুর উপজেলা কৃষি অফিস এ মাঠ দিবসের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি ঢাকার তেলজাতাীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক মো. জসিম উদ্দিন।
উপজেলা কৃষি অফিসার মি. সঞ্জয় কুমার পালের সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা মো. দুলাল উদ্দিন এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি ঢাকার তেলজাতাীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. মো. শফিকুল হক আকন্দ।

এবি//দৈনিক দেশতথ্য// জুন ১২,২০২২//