মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: ৩১ বার ত্বোপধ্বনি, বীর শহীদদের স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পন এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মধ্য দিয়ে মির্জাপুরে বিজয় দিবসের সূচনা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬াট ২৫ মিনিটে পুষ্প স্তবকের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার, সহকারী পুরিশ সুপার এস এম আবু মনসুর মুসা, এসিল্যান মো. আমিনুল ইসলাম বুলবুল, ওসি শেখ আবু সারেহ মাসুদ করিম, হাইয়ে থানার ওসি মো. মোল্লা টুটুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, মীর্জা শামীমা আক্তার শিফা, আওয়ামীলীগের সাদারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তসহ পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মির্জাপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//