Print Date & Time : 11 May 2025 Sunday 3:59 am

মির্জাপুরে দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরন কর্মশালা

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ।।সামাজিক প্রচার কর্মসুচীর আওতায় অর্থ মন্ত্রনালয়ের উদ্যোগে দক্ষতা উন্নয়ন অবহিতকরন প্রশিক্ষণ কর্মশালা র‌্যালি হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহাহারুল ইসলাম, মীর্জা শামীমা আক্তার শিফা, স্কিল ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম (সেফ) এর বেসিক এমপ্লয়মেন্ট এ কে এম মঞ্জুরুল হক, ওয়ার্কশপ ফেচিলেটর জাহাঙ্গীর আলম, প্রোগ্রাম অর্গানাইজার সাইফুল করিম, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় ইলেট্রিক্যাল, ইলেক্ট্রনিক্্র, ওয়েল্ডিং, বিউটিফিকেশন, গ্রাফিক্্রস, ওয়েব ডিজাইন, ফ্রিজ, এসি মেরামত, প্লাম্বিং মেশিন, গার্মেন্টস, ফুড এন্ড বেভারেজসহ ১৪০ টি বিষয়ের উপর প্রশিক্ষণ ও ধারনা দেওয়া হয়। এছাড়া বিনা খরচে হাতে-কলমে প্রশিক্ষণ, প্রশিক্ষণকালে দৈনিক ১৫০ টাকা ভাতা, অনগ্রসর জনগোষ্টির প্রশিক্ষণার্থীদের এককালিন পাঁচ হাজার টাকা বৃত্তি, নারীদের জন্য শতকরা ত্রিশ আসন সংরক্ষিত, অনগ্রসর জনগোষ্টি, প্রতিবন্ধি ও ক্ষুদ্র নৃ-গোষ্টির অগ্রাধিকার, চাকরি পেতে বিশেষ সহযোগিতার উপর আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় গনমাধ্যমকর্মী, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//২৯ আগষ্ট-২০২২