মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে দুই হাজার দুঃস্থ নারী পুরুষ এবং পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি-পাঞ্জাবি বিতরণ করেছেন সাবেক চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একাব্বর হোসেনের পুত্র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) মির্জাপুর শহরের সাবেক এমপির বাস ভবনে দুই হাজার দুঃস্থ্য নারী পুরুষ এবং পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি-পাঞ্জাবি বিতরণ করা হয়। এ সময় ব্যারিষ্টার মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস, লতিফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন কবীর এবং টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য সাইদুর রহমান খান বাবুল উপস্থিত ছিলেন। এছাড়া মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post