Print Date & Time : 23 August 2025 Saturday 11:43 pm

মির্জাপুরে দুটি বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল : টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামুর্কি নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয় এবং বানিয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার ২৮ এপ্রিল দুটি বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারী এবং এলাকাবাসি তাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা দেন।

এ সময় জামুর্কি নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক আলী মিয়া, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জামুর্কি ইউনিয়ন পরিষদের চার বারের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ¦ আলী এজাজ খান চৌধুরী রুবেল, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ডি এ মতিন, সাধারন সম্পাদক মো. ফিরোজ আল মোক্তার, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিব সিকদার হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান আতিক, বানিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছলেন।