Print Date & Time : 13 September 2025 Saturday 6:24 am

মির্জাপুরে দেশপ্রেমে তরুন সমাজকে উদ্ধুদ্ধকরন সম্মেলন

টাঙ্গাইলের মির্জাপুরে মুল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা ও দেশপ্রেমে তরুন সমাজকে উদ্ধুদ্ধকরন সম্মেলন এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে।

বুধবার (২২ জুন) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত টাঙ্গাইলের মির্জাপুরে সরকারী কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। কিউকে আহম্মদ ফাউন্ডেশনের বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক-দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহফিলের অর্থায়নে এবং বাসা ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে মির্জাপুর উপজেলার ২০ টি স্কুল ও কলেজের ১শ’ ২৫ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়।

বেসরকারী সংস্থা বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ কে এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসিম উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ^বিদ্যালয় মেডিকেল কলেজের সাবেক পরিচারক ড. এ কে এম শরিফুল ইসলাম শরিফ, বাসার পরিচালক এ কে এম সাইফুল ইসলাম, বাসার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. খায়রুজ্জামান লিখন, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ্বাস ও মির্জাপুর সরকারী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ।

সম্মেলনে পোষ্টার লেখা, কাইজ প্রতিযোগিতা ও প্রতিবেদন লেখায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

আর//দৈনিক দেশতথ্য//২২ জুন-২০২২//