Print Date & Time : 16 May 2025 Friday 4:25 pm

মির্জাপুরে দ্রব্য মুল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সামবেশ


মীর আনোয়ার হোসেন টুটুল
সারা দেশে চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য বৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার (৫ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দির নের্তৃত্বে বেলা এগারটার দিকে বিশাল একটি বিক্ষোভ মিছিল গোড়াইল এলাকা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন।
পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হযরত আলী মিঞার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপি নেতা মো. আব্দুল কাদের মিয়া, এড. আব্দুর রউফ, আলী এজাজ খান চৌধুরী রুবেল, মো. জুলহাস মিয়া,খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, ডি এম শফিকুল ইসলাম ফরিদ, ডি এম শওকত আকবর, ডি এ মতিন এবং মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী প্রমুখ।