Print Date & Time : 2 July 2025 Wednesday 9:41 pm

মির্জাপুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে বরণ

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ।।টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে পাঁচ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন বুধবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা এগারটায় এ বরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

সংবর্ধিত নবনির্বাচিত পাঁচ চেয়ারম্যানগন হলেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ এবং লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুর ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন প্রমুখ।

আর//দৈনিক দেশতথ্য//২৭ জুলাই-২০২২//