Print Date & Time : 5 July 2025 Saturday 10:37 am

মির্জাপুরে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহন


মীর আনোয়ার হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে আট ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ অনুষ্ঠান আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে ও এসিল্যান্ড মীর্জা জুবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও শামীমা আক্তার শিফা।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম বলেন, গত ৫ জানুয়ারী মির্জাপুর উপজেলায় আট ইউনিয়নের নিবাচনে মহেড়াতে বিভাস সরকার নুপুর, জামুর্কিতে ডি এ মতিন, বানাইলে আব্দুল আল মামুন সিদ্দিকী, আনাইতারাতে আবু হেনা মোস্তফাকামার ময়নাল, ওয়ার্শিতে মাহবুব আলম মল্লিক, ভোতগ্রামে আজাহারুর ইসলাম, গোড়াইতে আলহাজ¦ হুমায়ুন কবীর এবং বাঁশতৈল ইউনিয়ে হেলাল দেওয়ান এই আট জন চেয়ারম্যান এবং সংরক্ষিত নারী আসনে ২৪ জন ও সাধারন আসনের পুরুষ ৭২ জন মেম্বারসহ ১০৪ জন জনপ্রতিনিধি আজ মঙ্গলবার শপথ নিয়েছেন।