Print Date & Time : 11 May 2025 Sunday 1:50 am

মির্জাপুরে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর, ভাওড়া, বহুরিয়া, আজগানা ও লতিফপুর এই পাঁচ ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ রবিবার (১৭ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত পাঁচ জন চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারন আসনে মেম্বার ও সংরক্ষিত আসনে ৬০ জন মহিলা মেম্বারদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম।

দৈনিক দেশতথ্য//এল//