মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল ইউনয়নের নয়াপাড়া গ্রামে নবনির্মিত স্মৃতি সৌধ মুক্তির পথ এর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৫ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নবনির্মিত স্মৃতি সৌধ মুক্তির পথ এর উদ্বোধন করেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
এ সময় মির্জাপুর উপজেরা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুর ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, বাঁশতৈল পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হেলাল দেওয়ান, বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সবাপতি ও ইটাটা মারিক সমিতির সভাপতি মো. মঞ্জুরুল কাদের বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজাহারুল ইসলাম, সাধারন সম্পাদক মো. মোকলেছুর রহমান প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাগী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ অক্টোবর বাঁশতৈল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, নয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইমান আলী, আব্দুল কাচ্ছেদ, আব্দুল মালেক, মফেজ উদ্দিন, পন্ডিত আলী, আব্দুল কাদের, আব্দুস সালাম ও ঠান্ডু মিয়া শহীদ হন। তাপষা স্মরনে স্মৃতি সৌধ মুক্তির পথ নির্মান করা হয়েছে।
খান আহমেদ শুভ এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর পরামর্শ ও নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগ, এলজিইডির কারিগরি সহয়াতা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ স্মৃতিসৌধ নির্মান করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//