Print Date & Time : 3 July 2025 Thursday 7:57 pm

 মির্জাপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করেছেন। রবিবার (৩১ মার্চ) দুপুরে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন তার কার্যালয়ে নবাগত নির্বাহী অফিসার শেখ নুরুল আলমকে দায়িত্বভার বুঝিয়ে দেন।

সম্প্রতি জন প্রশাসন মন্ত্রনালয় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় বদলী করেছে। দায়িত্বভার অনুষ্ঠানে এসিল্যান্ড মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরিফ উদ্দিন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সবাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, প্রেস ক্লাবের সভাপতি মো. শামসুল ইসলাম সহিদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


ইউএনও শেখ নুরুল আলম ৩৪ তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি খুলনার ডুমুরিয়াসহ দুটি স্টেশনে কাজ করেছেন। তার নিজ জেলা গোপালগঞ্জ।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম বলেন, পুর্বে যারা এই উপজেলার সার্বিক উন্নয়নে সুনামের সঙ্গে কাজ করেছেন, আমিও তাদের পথ অনুসরন করে স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজ, গণমাধ্যমকর্মী এবং উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে মির্জাপুরকে মডেল উপজেলা হিসেবে উপহার দিতে চাই।


শিয়াক//দৈনিক দেশতথ্য//৩১ মার্চ ২০২৪//