Print Date & Time : 22 August 2025 Friday 1:15 pm

মির্জাপুরে নিজের জমিতে কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় বৃদ্ধসহ আহত-৪


নিজস্ব প্রতিবেদক
নিজের জমিতে কাজ করতে গিয়ে একদল সন্ত্রাসীর হামলায় এক বৃদ্ধসহ চার জন আহত হয়েছে। আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরি গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে রাতে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার মেছের আলী (৬৩)।
মির্জাপুর থানায় লিখিত অভিযোগে জানা গেছে, মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরি মৌজায় সি এস খতিয়ান ৩৭, এস এ খতিয়ান ৬২, ৬৩, আর এস খতিয়ান ২২৬, ৩১৩ এর সি এস ও এস এ দাগ ৪৭৬, আর এস দাগ ৬৪৩ এর মোট ১৩ শতাংশ জমির জমির মালিক মৃত আজগর আলীর ছেলে মেছের আলী গং। দীর্ঘ দিন ধরে তারা জমি ভোগ দখল করে আসছে। আজ শনিবার বিকেলে জমিতে কাজ করতে গেলে একই গ্রামের রফিক মিয়া, বাদশা মিয়া, শিপ্রা বিশ^াস, রতন বিশ^াস, বাছিরন, আশিুতোষ সরকার ও ধন্য খাসহ তাদের সন্ত্রাসী বাহিনী লাঠিসোঠা ও দেশীয় ধারালো অস্্র নিয়ে মেছের আলী গংদের উপর হামলা চালায়। হামলায় বৃদ্ধ মেছের আলী, শুকুর আলী ও দুলাল মিয়াসহ ৪ জন গুরুতর আহত হয়। ¯’ানীয় লোকজনের সহযোগিতায় তারা চিকিৎসা নিয়ে রাতে মির্জাপুর থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যব¯’া গ্রহনের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে আহত মেছের আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১৩ শতাংশ জমিই তাদরে দখলে এবং যুগ যুগ ধরে ভোগদখল করে আসছেন। এলাকার রতন, বাদশা, রফিক, নাজিম মেম্বার, আজাহার, দুলাল সিকদার, ছানোয়ার, চানু মিয়া, বাবুলসহ একাধিক ব্যক্তি এলাকায় আতিপত্ত বিরোধকে কেন্দ্র করে তাদের দীর্ঘ দিন ধরে অন্যায় ভাবে অত্যাচার নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। ঐ সন্ত্রাসী বাহিনী গ্রামের মসজিদে তাদের নামাজ পড়তেও নিষেধ করে দিয়েছে। গত ঈদে তারা জামাতে নামাজ আদায় করতে পারেনি এবং কোরবানীও দিতে পারেনি। জমি নিয়ে মামলা হলেও মহামান্য আদালত তাদের নামে রায় দিয়েছেন। তারপর ঐ সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালিয়েছে। পরিবার পরিজন নিয়ে তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে াভিযোগ করেন। এ বিষয়ে মির্জাপুর থানায় একাধিক অভিযোগ দেওয়া। এ ব্যাপারে অভিযুক্ত শিপ্রা ও রতন গংদের সঙ্গে বিস্তারিত জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. নাছির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাদী পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া নেওয়া হবে।