Print Date & Time : 14 July 2025 Monday 6:18 am

মির্জাপুরে নির্মান কাজের ভিত্তি প্রস্তর করলেন এমপি শুভ

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা নির্মান কাজের ভিত্তি প্রস্তর করেছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।

গতকাল শনিবার (৩ জুন) উপজেলার কাশেম ড্রাইসেল বটতলা আর এইচডি ভায়া লতিফপুর কুড়াতলী সড়ক ( হাটুভাঙ্গা-সখীপুর সড়ক হতে) মোক্তার হাজীর বাড়ি পর্যন্ত ৫৪০০ মি-৬৩০০ মি. উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর করা হয়। ভিত্তি প্রস্তর শেষে কুড়াতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভিভাবক ও মা সমাবেশে যোগদেন খান আহমেদ শুভ এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, আজগানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ মল্লিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এএসএম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এইচ//