Print Date & Time : 5 July 2025 Saturday 1:22 am

মির্জাপুরে নির্মান হচ্ছে বিসিক শিল্পপার্ক, ৩০ ভুমিহীন পাবে জমিসহ ঘর জেলা প্রশাসকের মতবিনিময়সভা


মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্প মন্ত্রনালয়ের অধিনে প্রায় ৩০০শ কোটি টাকা ব্যয়ে বিশাল এলাকায় নির্মান হচ্ছে বিসিক শিল্পপার্ক (শিল্প নগরী)। বিসিক শিল্প নগরী পুরোপুরি নির্মান হলে এখানে প্রায় ১০ হাজার কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দ্রুত এগিয়ে চলছে নির্মান কাজ। আজ বুধবার টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বিসিক শিল্পপার্ক স্থাপন নির্মান কাজ পরিদর্শন এবং উপকারভোগি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান। সরকারী জমিতে পুর্বে যারা বসবাস করেছেন তাদের পুনবাসনের আওতায় এনে ৩০ পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা এবং জমিসহ ঘর দেবেন সরকার। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. আতাউল গনির এমন ঘোষনায় উচ্ছসিত হয়েছেন নিরীহ পরিবারগুলো।
আজ বুধবার ( ২ ফেব্রুয়ারি) মির্জাপুর উপজেলা সহকারী কমিশানর ( ভুমি) মীর্জা জুবায়ের হোসেন, বিসিক শিল্পপার্ক স্থাপন প্রকল্প পরিচালক মো. দেলোয়ার হোসেন এবং সহকারী প্রকৌশলী মো. মানিউর রহমান জানান, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় প্রায় ৩০০শ কোটি টাকা ব্যয়ে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মমিননগর এলাকায় ৪৯ দশমিক ৩৫ একর জমির উপর বিসিক শিল্প পার্ক (শিল্প নগরী) স্থাপনের কাজ শুরু হয় ২০১৬ সালে। এর মধ্যে জমি অধিগ্রহন বাবদ ২শ ৯৫ কোটি ৭৫ লাখ টাকা এবং রাজস্ব খাতে স্থাপনা নির্মান এক কোটি ২৭ লাখ টাকা। বাকী টাকা অন্যান্য খাতে ব্যয় হবে। ইতি মধ্যে জমি অধিগ্রহন, ক্ষতিগ্রস্থ্য পরিবার এবং জমির মালিকদের ক্ষতিপুরন দেওয়া শুরু হয়েছে। জমিতে মাটি ভরাটের কাজও শুরু হয়েছে। বিসিক শিল্পপার্ক নির্মান কাজ শেষ হলে এখানে ২৭১ টি প্লটসহ প্রায় ১০ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের কর্মসংস্থাে হবে।
এদিকে আজ বুধবার ক্ষতিগ্রস্থ ও উপকারভোগি পরিবাে নর সুযোগ সুৃষ্টি হবে। অগ্রাধিকার পাবে নারী উত্তোক্তরা। এছাড়া খাদ্য, নিটিং এন্ড ডাইয়িং, গার্মেন্টসসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন হবে। আশা করা হচ্ছে ২০২৪ সালের মধ্যে বিসিক শিল্পপার্ক নির্মান কাজ শেষ রর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। আজ বুধবার বিকেলে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, টাঙ্গাইলের ল্যান্ড অফিসার (এলও) মো. মাহমুদুল রাসেল, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মীর্জা জুবায়ের হোসেন, বিসিক শিল্প পার্কের প্রকল্প পরিচালক মো. দেলোয়ার হোসেন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ড. আতাউল গনি বিসিক শিল্প নগরী স্থাপন এলাকার ক্ষতিগ্রস্থ্য পরিবার এবং উপকার ভোগি পরিবারের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ^াস দেন।
এ ব্যাপারে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় মির্জাপুরে বিসিক শিল্পপার্ক নির্মান হচ্ছে। এটির নির্মান কাজ শেষ হলে এলাকায় এক নতুন দিগন্তের সুচনা হবে। বর্তমান সরকার ও প্রধান মন্ত্রীর ঘোষনা কোন অসহায় পরিবার আশ্রয়হীন থাকবে না। সবার জন্য জমিসহ বাড়ি হবে।