পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিস। ভূমি অফিসের পরিত্যক্ত ও খোলা ছাঁদে পরিবেশ বান্ধব ছাদ বাগান করেছেন সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম বুলবুল।
বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে আজ রবিবার (৫ জুন) বিকেলে আনুষ্ঠানিক বাবে ছাঁদ বাগানের উদ্ধোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। এ সময় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, বাঁশ রেঞ্জ অফিসের বন কর্মকর্তা মো. আশরাফুল আলম, ভূমি মন্ত্রনালয় থেকে প্রশিক্ষনে আশা ছয়জন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ মিয়া, মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম শেলী, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল ভূমি কর্মকর্তাসহ কর্মচারীগন।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ৫,২০২২//