মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরে নারি শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৮ মার্চ) পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. হয়রত আলী মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মিসেস আলেয়া বেগম এবং বর্তমান প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন মিয়া। আলোচনা সভার পর অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্ট বিজয়ী এবং শিক্ষার্থীদের হাতে মেধা পুরষ্কার তুলে দেন।

Print Date & Time : 21 August 2025 Thursday 7:19 pm