Print Date & Time : 23 April 2025 Wednesday 1:33 pm

মির্জাপুরে পাকুল্যা ও নাজিরপাড়ায় অভার ব্রিজ নির্মান কাজের উদ্ধোধন করলেন এমপি শুভ


মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু একসেস রোডের টাঙ্গাইলের মির্জাপুরের অতি ঝুঁকিপুর্ন পাকুল্যা এবং গোড়াইয়ের নাজির পাড়ায় স্টীল ফুট অভার ব্রিজ নির্মান হচ্ছে। আজ রবিবার (১৪ মে) দুটি স্থানে নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ সময় সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইল এবং মির্জাপুর অফিসের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে খান আহমেদ শুভ এমপি বলেন, মহাসড়কের দুটি স্থান অত্যান্ত ঝুঁকিপুর্ন ছিল। এলাকাবাসির দাবীর প্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে সমন্ময় করে দ্রুত সময়ের মধ্যে পাকুল্যা এবং গোড়াইয়ের নাজিরপাড়ায় স্টীল ফুট অভার ব্রিজ নির্মান করা সম্ভব হয়েছে।
২ নং জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন, পাকুল্যায় মহান মুক্তিযুদ্ধের সময় প্রথম প্রতিরোধ যুদ্ধের গনকবর, ৪-৫ টি গ্রামের সামাজিক কবরস্থান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্্ের, সাটিয়াচড়া ছাবদার আলী কলেজ, মসজিদ, মাদ্রাসা, আশপাশে ৪-৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুইটি উচ্চ বিদ্যালয়, জামুর্কি ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্্র, ভূমি অফিস, জামুর্কি হাট ও পাকুল্যা বাজারসহ ১৩-১৪ টি গ্রাম রয়েছে। এছাড়া পাকুল্যা বাস স্টেশন দিয়ে পাশ^বর্তী দেলদুয়ার, নাগরপুর, ধামরাই, সাটুরিয়া, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষ রাজধানী ঢাকা, উত্তর বঙ্গ এবং জেলা সদর টাঙ্গাইলের সঙ্গে যাতায়াত করে আসছে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সবাপতি ও এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিকসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার রেন চালু হওয়ার গত সাত বছরের ব্যবধানে পাকুর‌্যা এবং গোড়াই নাজিরপাড়ায় রাস্তা পারাপারের সময় শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও একই পরিবোরের তিনজনসহ শতাধিক জন নারী পুরুষ ও শিশু নিহত হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে আন্ডার পাস নির্মানের দাবীতে বিক্ষুব্দ এলাকাবাসি মহাসড়ক অবরোধ করে একাধিকবার মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রশাসনের কর্মকর্তানগন ঘটনাস্থল পরিদর্শন করে আন্দোলনকারীদের সঙ্গে একাত্বতা ঘোষনা করে দ্রুত সময়ের মধ্যে আন্ডার পাস বা অভার ব্রিজ নির্মানের প্রতিশ্রুতি দেন। স্থানীয় সাংসদ খান আহমেদ শুভ এমপির প্রচেষ্টায় অতি দ্রুত সময়ের মধ্যে দুটি স্থানে স্টীল ফুট অভার ব্রিজ নির্মান হওয়ায় এলাকবাসি খুঁশি।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ারুল হক বলেন, এলাকাবাসির দাবী ও প্রশাসনের কর্মকর্তাদের দিক নির্দেশনায় পাকুল্যা এলাকায় আন্ডার পাস বা অভার ব্রিজ নির্মানের জন্য সার্ভে করে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছিল। বরাদ্ধ আসায় পাকুল্যা এবং গোড়াইয়ের নাজিরপাড়ায় এক সঙ্গে স্টীল ফুট অভার ব্রিজ নির্মান কাজ শুরু করা হলো। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই দুটি ব্রিজের নির্মান কাজ শেষ হবে।