মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ঠিকাদারের গাফিলতির কারনে দীর্ঘ দিন কাজ বন্ধ থাকায় পাকুল্যা-লাউহাটি সড়ক এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে এলাবাসিকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এদিকে রাস্তার উন্নয়নের দাবীতে আজ বুধবার (৩১ আগস্ট) ক্ষুব্দ এলাকাবাসি এবং পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে ভাবখন্ড এলাকায় বিক্ষোভ সমাবেশ করছেন। সকাল আটটা থেকে তারা বিক্ষোভ করে যাচ্ছেন। ফলে পাকুল্যা-লাউহাটি সড়কে তীব্র যানজটে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে চলাচলকারী যাত্রীদের।
এলাকাবাসি জানায়, এলজিইডির অধিনে পাকুল্যা-লাউহাটি সড়ক একটি গুরুত্বপুর্ন। এই রাস্তা দিয়ে মির্জাপুর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলা এবং পাশর্^বর্তী ঢাকা ও মানিকগঞ্জ জেলার হাজার লোকজন যাতায়াত করে আসছে। ২০২১ সালে প্রায় সারে সাত কোটি টাকা ব্যায়ে রাস্তাটির কাজ শুরু হলেও ঠিকাদার মাঝপথে এসে কাজ বন্ধ করে দেয়। ফলে বিপাকে পরেন এলাকাবাসি। ভাঙ্গাচোরা রাস্তায় এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। রাস্তাটির কাজ শেষ করার জন্য এলাকাবাসি জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী বলেন, রাস্তাটির উন্নয়ন না হওয়ায় তিন জেলার হাজার হাজার লোকজনদের যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ঠিকাদার নানা অযুহাতে কাজ বন্ধ রেখেছেন। ঠিকাদারকে বারবার অনুরোধ করার পরও তিনি বিষয়টি আমলে নিচ্ছেন। ক্ষুব্দ এলাকাবাসি এবং পরিবহন শ্রমিকরা আজ বুধবার ভাবখন্ড বাজার এলাকায় রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন।
এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সানজি এন্ড জেবির ব্যবস্থাপনা স্বত্বাধিকারী লিটনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিফিস করেননি।
উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বেলন, পাকুল্যা-লাউহাটি রাস্তাটির কাজ শেষ করার জন্য ঠিকাদারকে দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে। আশা করা হচ্ছে অল্প কিছু দিনের মধ্যে রাস্তার কাজ শেষ হবে।

Print Date & Time : 10 May 2025 Saturday 6:05 pm