টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ টের্নিং সেন্টারে (পিটিসি) ডিআইজি (কমান্ডার) মো. ময়নুল ইসলাম এনডিসির উদ্যোগ্যে সমাজের দুঃস্থ্য, অসহায় ও প্রতিবন্ধিদের মঝে শীত বস্্র (কম্বল) বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ ট্রেনিং সেন্টার এলাকায় মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুড়া, ছাওয়ালী ও মহেড়া গ্রামের ২৫০ জন অসহায়দের মাঝে এ কম্বল বিতরন করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহসিনুল হক জানিয়েছেন। এ সময় ডেপুটি কমান্ডার (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিনুল হক, সহকারী পুলিশ সুপার মো. আব্দুর আওয়াল সরদার, পরিদর্শক আরআই মো. ইসকান্দর আলীসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পুলিশ টের্নিং সেন্টারের (পিটিসি) ডিআইজি (কমান্ডার) মো. ময়নুল ইসলাম এনডিসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে দুঃস্থ্য, অসহায় ও প্রতিবন্ধি ২৫০ জন সুবিধা বঞ্চিতদের মাঝে শীতের কম্বল বিতরন করা হয়েছে। করোনা কালিন সময়েও মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে কর্মহীনদের মাঝে চাল, ডাল, চিনি, চিড়া, মুড়ি, আলু, তেল, পিয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়। তাদের এ সেবা কার্যক্রম চলমান থাকবে বেল তিনি জানিয়েছেন।

Discussion about this post