Print Date & Time : 11 May 2025 Sunday 4:15 am

মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে জীববৈচিত্র সংরক্ষন কেন্দ্র উদ্বোধন


টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসিতে) নিরাপদ খাবার পানি প্রকল্প প্রবাহ এবং বনায়ন কর্মসুচী প্রকল্পের সহযোগিতায় জীববৈচিত্র সংরক্ষন কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২২ মে) প্রধান অতিথি হিসেবে প্রকল্প দুটির উদ্বোধন করেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসির) ডিআইজি ও কমান্ডার মো. ময়নুল ইসলাম এনডিসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাহ ও বনায়ন কর্মসুচী প্রকল্পের প্রতিনিধি শেখ শাবাব আহমেদ, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান, পুলিশ সুপার (ট্রনিং) আব্দুর রহিম শাহ চৌধূরী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসান, প্রবাহ ও বনায়ন কর্মসুচীর কর্মকর্তা আহম্মেদ রায়হান আহসান উল্লাহ, মিজানুরে কবির এবং মোসলেমা আক্তার মায়াসহ মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তাগন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসান এবং নিরাপদ খাবার পানি প্রকল্প প্রবাহ এবং বনায়ন কর্মসুচী প্রকল্প ও জীববৈচিত্র সংরক্ষন কেন্দ্রের কর্মকর্তাগন বলেন, প্রবাহ ২০০৯ সাল থেকে যাত্রা শুরু করে ১১২ টি পানি বিশুদ্ধ করন প্লান্ট স্থাপন করেছে। ১৯৮০ সাল থেকে জীবভৈচিত্র সংরক্ষণ এবং বনায়ন প্রকল্পের আওতায় ১৮ জেলায় প্রায় ১২ কোটি গাছের চারা রোপন করেছে। মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রকল্প দুটি উদ্ধোধন হওয়ায় প্রশিক্ষানার্থী এবং দর্শনার্থীগন বিশুদ্ধ পানি পাবেন এবং গাছপালায় আলো বাতাস গ্রহন করতে পারবেন।।