Print Date & Time : 23 August 2025 Saturday 12:38 pm

মির্জাপুরে পুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ কারেন্ট জাল

টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল উদ্ধারের পর পুড়িয়ে দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এসিল্যান্ড মাসুদুর রহমান।

আজ সোমবার (২০ নভেম্বর) মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পারদিঘি গ্রামে অভিযান পরিচালনা করে প্রায় এক হাজার মিটার অবৈধ চায়না দোয়ারি ক্যারেন্ট পুড়িয়ে দেওয়া হয় বলে সহকারী কমিশনার (ভুমি) অফিস জানিয়েছেন।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস ও মৎস অফিস জানায়, একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিভিন্ন খাল বিল ও পুকুরে অবৈধ চায়না দোয়ারি ক্যারেন্ট জাল ফেলে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করছেন।

গোপন সংবাদ পেয়ে আজ সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশানর (ভুমি) মাসুদুর রহমান ফতেপুর ইউনিয়নের বিভিন্ন খাল বিলে অভিযান পরিচালনা করেন। অভিযানের খবর পেয়ে অসাধূ চক্রের সদস্যরা পালিয়ে যায়। এ সময় প্রায় এক হাজার মিটার অবৈধ চায়না দোয়ারি ক্যারেন্ট জাল উদ্ধারের পর পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনার সঙ্গে জড়িত কেউ আটক হয়নি।এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান বলেন, অবৈধ চায়না দোয়ারি ক্যারেন্ট জাল ফেলে যারা বিভিন্ন প্রজাতির মাছ শিকার করছেন তাদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

দৈনিক দেশতথ্য//এইচ//