মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার কাঁচা বাজার উন্নয়নে সেট নির্মান এবং প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে পাঁচটি রাস্তা নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে। আজ বুধবার (১ জুন) দুপুরে পৌরসভার মেয়র সামলা আক্তার শিমুল কাঁচা বাজারে সেট নির্মান এবং পৌর সভার তিনটি ওয়ার্ডে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে পাঁচটি রাস্তা নির্মান কাজের উদ্ধোধন ও পরিদর্শন করেন।
এ সময় পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আজম সিদ্দিকী, দুই নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুমন হক, এক নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল জলিল, আট নং ওয়ার্ড কাউন্সিলর তাপস সাহা, পৌরসভার সচিব মো. আব্দুস সালাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইরিন সুলতানা, সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন, উপ সহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেন, ঠিকাদার মো. আব্দুল্লাহ আল মামুন ও জিহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল ও সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন বলেন, টেন টাউন প্রকল্পের আওতায় মির্জাপুর পৌরসভাকে মডেল হিসেবে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। স্থানীয় এমপি, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, এডিবি, জাইকাসহ বিভিন্ন দাতা সংস্থার সার্বিক সহায়তা ও অর্থায়নে মির্জাপুর পৌর সভাসভার বিভিন্ন রাস্তা-ঘাট, ড্রেন, বিদ্যুৎ ব্যবস্থা, রাস্তার বাতি, মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে।

Discussion about this post