মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে পৌরসভার থানা রোড-বাওয়ারকুমারজানি রোড এবং আলহাজ¦ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ রোড এই দুটি রাস্তার নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ মে) বেলা এগারটার দিকে মির্জাপুর থানা রোড সংলগ্ন এ রাস্তা নির্মানের উদ্ধোধন কাজের প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল। এ সময় মির্জাপুর থানার অপিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, পৌরসভার তিন ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আজম সিদ্দিকী, মির্জাপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইরিন আক্তার, সহকারী প্রকৌশলী মো. মঞ্জুর হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেন, নির্মানকারী সংস্থার প্রোভাইটর মো. দেওয়ান আল মামুন, মির্জাপুর থানার ডিএসবির ্পরিদর্শক শেখ রিজাউল হক ও সেকেন্ড অফিসার মো. মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Date & Time : 5 May 2025 Monday 5:14 pm