Print Date & Time : 11 May 2025 Sunday 3:59 am

মির্জাপুরে পৌরসভায় লাইটিং করে দিচ্ছেন এমপি শুভ


টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় নিজস্ব অর্থায়নে বৈদ্যুতিক খুঁটিতে লাইটিংয়ের ব্যবস্থা করে দিচ্ছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। আজ বৃহস্পতিবার (২ জুন) তিনি মির্জাপুর পৌরসভার রাস্তায় রাস্তায় ঘুরে লাইটিং স্থাপনের কাজ তদারকি করেছেন। পৌরবাসিসহ সাধারন লোকজনের চলাচলের সুবিধার জন্য পৌরসভার পাশাপাশি তিনি লাইটিং স্থাপন করে যাচ্ছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, নয়টি ওয়ার্ড নিয়ে মির্জাপুর পৌরসভা ২০০০ সালে গঠিত হয়। প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও রয়েছে নানা সমস্য। পৌরবাসির দুর্ভোগ লাগবের জন্য খান আহমেদ শুভ এমপি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোড, কুমুদিনী হাসপাতাল রোড, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, কালিবাড়ি রোড, কলেজ রোড, বংশাই রোড, থানা রোড, শহীদ মিনার রোড, ইউনিয়নপাড়া রোড, বাওয়ার কুমারজানি রোডসহ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বৈদ্যুতিক খুঁটিতে লাইটিং স্থাপন করে যাচ্ছেন।

এদিকে খান আহমেদ শুভ এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি মির্জাপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকদের উন্নয়ন, সামাজিক উন্নয়ন, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, মাদক নির্মুল, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভ টিজিং বন্ধ, গৃহহীনদের জন্য গৃহনির্মানসহ এলাকায় উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এ ব্যাপারে খান আহমেদ শুভ এমপি বলেন, আওয়ামীলীগ মানেই উন্নয়ন। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এলাকার জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যে দায়িত্ব ও কর্তব্য তা পালনের চেষ্টা করে যাচ্ছি। মির্জাপুর উপজেলাকে মডেল হিসেবে উপহার দেওয়াই হচ্ছে আমার মুল লক্ষ্য ও উদ্যেশ্য।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ০২,২০২২//